Mamata Banerjee: 'দেশের বাকি রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি তুলনামূলক ভাল', মন্তব্য মমতার

Continues below advertisement

ABP Ananda Live: দেশের বাকি রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি তুলনামূলক ভাল, বাংলায় বিচার হয় বলে জানান মমতা। তিনি জানান, মেয়েরা যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, তার জন্য রাজ্যে ৪৯টি মহিলা থানা গড়া হয়েছে। রাজ্যে চলছে ৮৮টি ফাস্টট্র্যাক কোর্ট, ৬২টি পকসো আদালত। এখনও ১০টির প্রস্তাব হাইকোর্টে আটকে রয়েছে। হাইকোর্টকে দ্রুত এগোতে হবে বলে জানান তিনি। পাশাপাশি, রাজ্য়ে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মোকাবিলার জন্য ৫২টি আলাদা কোর্ট রয়েছে বলেও জানান মমতা, যাতে দ্রুত বিচার হয়। কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধর মমতা জানান, উত্তরপ্রদেশে ৬০ লক্ষ, গুজরাতে ৫ লক্ষ অপরাধ ঘটেছে মহিলাদের বিরুদ্ধে। বাংলায় সেই সংখ্যা ১.৫ লক্ষ। আদালতে যদি কোনও মামলা আটকে থাকে, সেক্ষেত্রে বিচারের দায় আদালতের বলে মন্তব্য করেন। NCRB যে কলকাতাকে নিরাপদ শহর বলে চিহ্নিত করেছে, তাও উল্লেখ করেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram