RG Kar Live: থ্রেট কালচার বন্ধের দাবিতে উত্তাল মালদা মেডিক্যাল কলেজ, অধ্যক্ষ, সুপারকে ঘেরাও

RG Kar News: একদিকে যখন ৩ দফা দাবি নিয়ে নবান্নে বৈঠকে যোগ দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে, তখন থ্রেট কালচার বন্ধের দাবিতে উত্তাল মালদা মেডিক্যাল কলেজ। অধ্যক্ষ, সুপারকে ঘেরাও করে বিক্ষোভ। আরজি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে CBI তলব মীনাক্ষীকে। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়। সে সময় সিবিআই দফতরে যেতে পারেননি মীনাক্ষী। আজ সকাল ১১টায় সিজিও-তে যাবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক।  আরও খবর,  আরজি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে CBI তলব মীনাক্ষীকে। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়। সে সময় সিবিআই দফতরে যেতে পারেননি মীনাক্ষী। আজ সকাল ১১টায় সিজিও-তে যাবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই রাত ১২টা পার! মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্যসচিব-ডিজিপি। থ্রেট কালচার বন্ধ করা থেকে সুরক্ষা। ৩ দফা দাবিতে অনড় ডাক্তাররা। পাশে নির্যাতিতার পরিবার। থ্রেট কালচার বন্ধ ও সটুডেন্ট কাউন্সিল চালুর দাবিতে মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সন্ধে থেকে ঘেরাও অধ্যক্ষ, সুপার। দাবি মেনেছে সরকার, এবার কাজে ফিরুন, আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ডাক্তারদের আবেদন অভিষেকের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola