Mamata Banerjee: 'রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ দুটোই বিজেপির আসন তৃণমূল কংগ্রেস জিতেছে', বললেন মমতা
Continues below advertisement
ABP Ananda LIVE: বিধানসভা উপনির্বাচনেও(WB By Election 2024) জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা-চারটি আসনেই জয়ী হয়েছে জোড়াফুল শিবির। সবুজ আবির উড়িয়ে রাজ্যে জয় উদাপন করছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেই আবহেই জয়ের জন্য বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মানুষের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে জানালেন। (Mamata Banerjee)শনিবার বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে। ব্যবধানের নিরিখে বিরোধী দলগুলি কার্যতই ধারেকাছে নেই। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন বাংলার মানুষকে ধন্যবাদ জানান মমতা। তিনি বলেন, "চারটি আসনেই তৃণমূল জিতেছে। আগের বার বিজেপি-র জেতা তিনটি আসনেও জয়ী হয়েছে, নিজেদের একটি আসনও ধরে রেখেছি আমরা। এর জন্য বাংলার সমস্ত মানুষকে কৃতজ্ঞতা, সেলাম জানাই।"
Continues below advertisement
Tags :
Ranaghat Wb By Election KOLKATA Raiganj Bagdha Wb Assembly Election West Bengl Wb Assembly By Election 2024 By Poll 2024