Mamata Banerjee: ফুটপাথ দখল করে হকার-রাজ, অভিযানের মধ্যেই সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Kolkata News: টপাথ দখল করে হকার-রাজ। অভিযানের মধ্যেই সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী(mamata banerjee)। 'এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, কাউকে বেকার করার অধিকারও নেই'।
জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য। আর সেই সাফল্যের হাত ধরে নতুন জীবন পেলেন বর্ধমানের মোল্লা বশিরুদ্দিন। চলন্ত অবস্থায় বাইকের চেন পরিষ্কার করতে গিয়ে ডান হাতের তর্জনী, মধ্যমা ও অনামিকা, এই তিনটি আঙুল আলাদা হয়ে গিয়েছিল। থেঁতলে গিয়েছিল কুড়ি বছরের যুবকের ডান হাতের কড়ে আঙুল। মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে বশিরুদ্দিনের তিনটি কাটা আঙুলই জুড়ে দিলেন চিকিৎসকরা। GRF বা গ্রাফট রিপজিশনিং ওভার ফ্ল্যাপ প্রযুক্তির যাহায্যে ঠিক করা হয়েছে থেঁতলে যাওয়া কড়ে আঙুলও। পাঁচ ঘণ্টা ধরে হয়েছিল সেই অপারেশন। অপারেশনের পাঁচ দিনের মধ্যে পুনঃস্থাপিত আঙুলগুলিতে অনুভূতি ফিরেছে।