Mamata On Land Scam: 'সরকারি জমি দখলে' বিস্ফোরক মমতা, পুলিশকে নির্দেশ দিয়ে বললেন..
CM Mamata Banerjee on Land Scam Controversy: মমতা এদিন বলেন, 'টাকার বিনিময়ে পৌরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলব তদন্ত করবার জন্য। আমি চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি। সেখানে রাম-শ্যাম-যদু-মধু যেই হোক, কাউকে ছাড়বেন না। এমনকি আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না।'লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকেন এদিন মুখ্যমন্ত্রী। তাহেরপুর, ঝালদা বাদে রাজ্যের সব পুরসভার মেয়র-চেয়ারপার্সনদের নবান্নে তলব। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। পুর পরিষেবায় কোথায় ঘাটতি, আলোচনা হয় বৈঠকে। লোকসভা ভোটে ১২১ পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে ৬৭টিতে। ৫০টিতে এগিয়ে আছে শাসকদল তৃণমূল। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে ৪৫টিতে এগিয়ে বিজেপি। বালি ও হাওড়ার বিধায়কদেরও নবান্ন সভাঘরে তলব। বালি ও হাওড়া পুরসভার স্থগিত ভোট নিয়েও আলোচনার সম্ভাবনা। ABP Ananda LIVE