Coal Scam: কয়লা পাচার মামলায় আজও গঠন হল না চার্জ, ২ অভিযুক্ত অনুপস্থিত..

Continues below advertisement

Coal Scam: কয়লা পাচার মামলায় আজও চার্জ গঠন হল না। সব অভিযুক্ত হাজির না থাকায় হল না চার্জ গঠন। সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে নাম থাকা দুই অভিযুক্ত অনুপস্থিত। ৯ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। ২০২০: নভেম্বরে এফআইআর করে কয়লা পাচার মামলার তদন্ত শুরু সিবিআইয়ের। এখনও পর্যন্ত ৩টি চার্জশিট জমা সিবিআইয়ের। চার্জশিটে অনুপ মাঝি ওরফে লালা-সহ ৫০ জনের নাম। অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ফেরার। আরেক অভিযুক্ত গুরুপদ মাঝি তিহাড় জেলে বন্দি। সকলের নজর ছিল রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া কয়লা পাচার মামলায় চার্জ গঠনের দিকে। কিন্তু, অন্য়তম দুই অভিযুক্ত অনুপস্থিত থাকায়  বিশেষ CBI আদালতে চার্জ গঠন হল না। কয়লা পাচার মামলায় CBI-এর পেশ করা ৩টি চার্জশিটে মোট ৫০ জন অভিযুক্তের নাম রয়েছে। কয়লা পাচারেরই অপর কেন্দ্রীয় এজেন্সি ED-র মামলায় তিহাড় জেলে বন্দি অভিযুক্ত গুরুপদ মাজি।আরেক অভিযুক্ত ECL-এর নিরাপত্তারক্ষী মারা গেছেন।ABP Ananda LIVE

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram