Coal smuggle: বীরভূমে অবৈধ কয়লা বোঝাই ৩টি মোষের গাড়ি আটক
বীরভূমে অবৈধ কয়লা বোঝাই ৩টি মোষের গাড়ি আটক করল খয়রাশোল থানার পুলিশ। ৬০ নম্বর জাতীয় সড়কের বড়কুড়ি মোড়ের কাছে পুলিশি তল্লাশি চলার সময় আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় সাড়ে ৪ টন কয়লা। গ্রেফতার করা হয়েছে ১জনকে। বাকিরা পলাতক। পুলিশ সূত্রে খবর, কয়লাবোঝাই গাড়িগুলি বর্ধমান থেকে আসছিল।
বীরভূমে অবৈধ কয়লা বোঝাই ৩টি মোষের গাড়ি আটক
গাড়ি আটক করল খয়রাশোল থানার পুলিশ
বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় সাড়ে ৪ টন কয়লা
গ্রেফতার করা হয়েছে ১জনকে, অন্যরা পলাতক
পুলিশ সূত্রে খবর, কয়লাবোঝাই গাড়িগুলি বর্ধমান থেকে আসছিল