Coochbehar TMC : মুখ্যমন্ত্রীকে চিঠি প্রায় ৫০০-র বেশি কোচবিহারের পুরনো তৃণমূল নেতা-কর্মীদের, কী অভিযোগ ?

Continues below advertisement

ABP Ananda LIVE : মুখ্যমন্ত্রীকে চিঠি প্রায় ৫০০-র বেশি কোচবিহারের পুরনো তৃণমূল নেতা-কর্মীদের। যাঁরা তৃণমূলের আদিলগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন, এখন তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পদ থেকে, অভিযোগ নেতাদের একাংশের। রাজ্য নেতৃত্ব যা ঠিক করবে তাই হবে, মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের। দলের সভাপতিকে মান্যতা দেওয়া উচিত, দাবি জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের। 

আরও খবর...

শুনশান এলাকা, ঘরে তালা, ঝুপড়িও খালি সীমান্ত-লাগোয়া গ্রামে ; SIR শুরু হতেই গ্রামছাড়া প্রায় ১২-১৩টি পরিবার ?

ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফর্ম দিতে বাড়ি যাচ্ছেন BLO, কিন্তু ঘরে নেই কেউ। এক, দু'টো নয়, নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের হুদো দিগম্বরপুরে গ্রামে SIR পর্ব শুরু হতেই গ্রাম ছেড়েছেন একাধিক পরিবার, আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে, এমনই অভিযোগ করছেন এলাকারই তৃণমূলের বুথ লেভেল এজেন্ট। এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। তৃণমূলের বিরুদ্ধে টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢোকানোর অভিযোগ করেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola