Bratya Basu : অনলাইন পোর্টালে পড়ুয়াদের সহায়তার জন্য রয়েছে চ্যাটবট, জানালেন শিক্ষামন্ত্রী

ABP Ananda LIVE : অবশেষে খুলল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল ।স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু ।'৪৬০টি কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির সুযোগ'।'আগামীকাল সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন'।'প্রথম দফায় আবেদনের সময়সীমা শেষ ১ জুলাই'।'একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে'।'প্রভিশনাল অ্যাডমিশনের জন্য কাউকে সশরীরে কলেজে যেতে হবে না'।'সর্বাধিক ২৫ জায়গায় ভর্তির আবেদন করা যাবে'।'অনলাইন পোর্টালে পড়ুয়াদের সহায়তার জন্য রয়েছে চ্যাটবট'।'চ্যাটবট বীণার মাধ্যমে সহায়তা পাবেন পড়ুয়ারা'।'মেধা তালিকার ভিত্তিতে মিলবে পছন্দের বিষয়'।'ভর্তির জন্য হেল্প লাইন নম্বর: ১৮০০ ১০২ ৮০১৪'।

 

West Bengal Weather: শক্তি বাড়ল ঘূর্ণাবর্তের, প্রবল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, কতদিন চলবে দুর্যোগ?

ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার বিরাট বদল। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, ঝড়ের তাণ্ডব চলছে একটানা। যার জেরে আরও কমবে তাপমাত্রার পারদ। 

দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola