College Admission: অবশেষে খুলল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। অনলাইনে ভর্তির আবেদন কখন থেকে ?
ABP Ananda LIVE : অবশেষে খুলল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল ।স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু ।'৪৬০টি কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির সুযোগ'।'আগামীকাল সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন'।'প্রথম দফায় আবেদনের সময়সীমা শেষ ১ জুলাই'।'একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে'।'প্রভিশনাল অ্যাডমিশনের জন্য কাউকে সশরীরে কলেজে যেতে হবে না'।'সর্বাধিক ২৫ জায়গায় ভর্তির আবেদন করা যাবে'।'অনলাইন পোর্টালে পড়ুয়াদের সহায়তার জন্য রয়েছে চ্যাটবট'।'চ্যাটবট বীণার মাধ্যমে সহায়তা পাবেন পড়ুয়ারা'।'মেধা তালিকার ভিত্তিতে মিলবে পছন্দের বিষয়'।'ভর্তির জন্য হেল্প লাইন নম্বর: ১৮০০ ১০২ ৮০১৪'।
খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দমকলমন্ত্রীর
খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দমকলমন্ত্রীর। 'দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। রাত ২.০৫-এ দমকল হেড কোয়ার্টারে প্রথম ফোন আসে। দমকল হেড কোয়ার্টারে থেকে ৩টি গাড়ি যায়। পরে ঘটনাস্থলে দমকলের আরও ২০টি গাড়ি পৌঁছয়। ফিরহাদ হাকিম রাত ৩টেয় ফোন করেন ও ঘটনাস্থলে যান' 'আমি সকাল ৬টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই। দমকলের দেরিতে আসা বা জল না থাকার কথা যাঁরা বলছেন, ঠিক বলছেন না', ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল, বিধানসভায় দাবি দমকলমন্ত্রীর