Suvendu Adhikari: 'কোম্পানীর ডিরেক্টর জনগণের টাকা নিতে পারে না', শুভেন্দুর নিশানায় নুসরত | ABP Ananda LIVE
Continues below advertisement
ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান । নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগে পৌঁছলেন বসিরহাটের তৃণমূল সাংসদ । সকাল ১১টায় তলব করা হয়েছিল নুসরত জাহানকে । ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে আজ নুসরত জাহানকে তলব করেছিল ইডি । হাতে ফাইল নিয়ে ইডি দফতরে নুসরত । সকাল ১০.০৯ নাগাদ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে রওনা দেন বসিরহাটের তৃণমূল সাংসদ
Continues below advertisement