Singur: ক্ষতিপূরণ-'চাপ', স্মৃতিতে ফিরে আসছে সিঙ্গুরকে কেন্দ্র করে দীর্ঘদিনের উথালপাথালের ইতিহাস
Continues below advertisement
দেড় দশক পর আবার শিরোনামে সিঙ্গুর। টাটাদের কারখানা বন্ধের প্রেক্ষিতে, এবার রাজ্য় সরকারকে প্রায় ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল তিন সদস্য়ের আরবিট্রাল ট্রাইবুনাল। আর এই নির্দেশকে কেন্দ্র করেই, অনেকের স্মৃতিতে ফিরে আসছে সিঙ্গুরকে কেন্দ্র করে দীর্ঘদিনের উথালপাথালের ইতিহাস।
Continues below advertisement