TMC: ভোটের মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ, টাকা দিতে রাজি না হওয়ার ঠিকাদারকে মারধর
তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তুললেন এক ঠিকাদার। এমনকী কাটমানি দিতে অস্বীকার করায় মারধর করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ঘটনায়,অভিযোগ জানানো হয়েছে বিডিও, জেলাশাসক এবং রায়দিঘি থানায়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য়।