Congress Meeting: লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE; নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে । সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি । 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে' । তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী । বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন । বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে ইতিমধ্যেই দলের অভ্যন্তরে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে। অধীর চৌধুরী পদ ছাড়তে চান বলে এআইসিসি-কে জানিয়েছেন। যদিও তা এখনও মঞ্জুর করেনি এআইসিসি।  'প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে থাকবেন, তা চূডান্ত হবে সবার সঙ্গে আলোচনার পর', জানালেন এআইসিসি-র পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। শুক্রবার লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে অধীর চৌধুরীকে ফের সভাপতি রাখার পক্ষে সওয়াল করেন বেশিরভাগ নেতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram