West Bengal News : ঝালদা পুরসভা দখলের চেষ্টা তৃণমূলের, আশঙ্কা কংগ্রেসের

Continues below advertisement

 ঝালদা পুরসভা দখলের চেষ্টা তৃণমূলের, আশঙ্কা কংগ্রেসের। চেয়ারপার্সন সহ ২ নির্দল কাউন্সিলরকে ভুল বুঝিয়ে কলকাতায়, দাবি নেপাল-কৌস্তভের। পুরসভা হারানোর আশঙ্কা, পাল্টা শাসক।

মালদায় চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা। গ্রেফতার দুই নির্যাতিতা, প্রতিবাদে এসপি অফিস ঘেরাও বিজেপির। নামল কেন্দ্রীয় বাহিনী। ধৃত পাঁচজনের পুলিশ হেফাজত।

মালদাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ বিজেপির। বামনগোলা থানার আইসি ও এক এসআইকে অপসারণের দাবি। বিধানসভা গেটের বাইরে, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষোভ।


পুলিশ এখন দলদাস, আক্রমণ খগেন মুর্মুর। অত্যাচারীদের পাশে পুলিশ। ঘৃণ্য ঘটনাকে ধামাচাপার চেষ্টা, আক্রমণ অধীরের। দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা শান্তনু।


৮০ দিন পরেও হিংসার বিরাম নেই মণিপুরে। চূড়াচাঁদপুরে চলল গুলি, জ্বলল আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীদের রুটমার্চ।


১৫ মে ইম্ফলে তরুণীকে সশস্ত্র ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার পর গণধর্ষণ, ট্যুইটে দাবি তৃণমূলের। দায় নেবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে? প্রশ্ন তৃণমূলের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram