Congress: আজও সংসদে কালো পোশাক পড়ে হাজির থাকবেন বিরোধী সাংসদরা

Continues below advertisement

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে একজোট বিরোধীরা। আজও সংসদে কালো পোশাক পরে হাজির থাকবেন বিরোধী সাংসদরা। সন্ধেয় প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে লালকেল্লা থেকে দিল্লির টাউন হল পর্যন্ত মশাল মিছিল করবেন কংগ্রেসের নেতা, কর্মীরা। এছাড়াও, রাহুল ইস্যুতে আজ ও কাল দেশের ৩৫টি শহরে সাংবাদিক বৈঠক করবে কংগ্রেস। ‘গণতন্ত্র খারিজ’ এই শিরোনামে মূলত আদানি ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে, সংসদে মোদি-বিরোধিতায় একজোট বিরোধীরা। গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে নৈশভোজে যোগ দেন ১৮টি বিরোধী দলের নেতা-নেত্রীরা। তৃণমূল (TMC), সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি, জেডিইউ-সহ বামদলগুলি যোগ দিলেও, সাভারকর-ইস্যুর বিরোধিতায় অনুপস্থিত ছিল শিবসেনা। 


রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের প্রতিবাদে একজোট বিরোধীরা
আজও সংসদে কালো পোশাক পরে হাজির থাকবেন বিরোধী সাংসদরা
সন্ধেয় প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে লালকেল্লা থেকে মশাল মিছিল হবে
রাহুল ইস্যুতে আজ ও কাল দেশের ৩৫টি শহরে সাংবাদিক বৈঠক করবে কংগ্রেস
সংসদে মোদি-বিরোধিতায় একজোট বিরোধীরা
গতকাল কংগ্রেস সভাপতির বাড়িতে নৈশভোজে যোগ দেন ১৮টি বিরোধী দলের নেতা-নেত্রীরা
বৈঠকে ছিল তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি, জেডিইউ-সহ বামদলগুলি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram