Calcutta High court: আদালত অবমাননা, প্রধান শিক্ষিকার ১০ হাজার টাকা জরিমানা | ABP Ananda Live

Continues below advertisement

Calcutta High court: আউশগ্রামের (Aush Gram) হাতকৃতি বালিকা বিদ্যালয়ের(Hatkriti Balika Bidyalaya) প্রধান শিক্ষিকাকে (Head mistress) ১০ হাজার টাকা জরিমানা (Fine)। ৭ দিনের মধ্যে না দিলে বেতন কেটে নেওয়ার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। অসুস্থতার কারণে ট্রান্সফারের (Transfer) আবেদন জানান স্কুলের শিক্ষিকা হামিদা খাতুন (Hamida Khatun)। প্রধান শিক্ষিকা কর্ণপাত না করায় আদালতের (Court) দ্বারস্থ হন তিনি। ২০২২-এর ১ অগাস্ট বিচারপতি রাজাশেখর মান্থা (Raja sekhe mantha) নির্দেশ দেয় অবিলম্বে প্রক্রিয়া সম্পন্ন করতে। তাতেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষিকা। এরপর আদালত অবমাননার (Condempt of court) মামলা করেন হামিদা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এত দেরি কেন? প্রশ্ন বিচারপতি মান্থার। প্রধান শিক্ষিকার কাছ থেকে সম্প্রতি নথি পেয়েছেন বলে জানান স্কুল পরিদর্শক> আদালত অবমাননা করেছেন প্রধান শিক্ষিকা, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram