Viral Nandini's Hotel: 'আজ আছি, কাল নেই ; একটা মাপকাঠি থাকা দরকার'
'আজ নন্দিনীদি নন্দিনীদি (Nandini)করছে সবাই। কিন্তু যখন ভুলে যাবে, তখন নন্দিনীদির কী হবে !' কিছুদিন আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন, সম্প্রতি ভাইরাল (Viral) হয়ে যাওয়া মমতা গাঙ্গুলি (Mamata Ganguly)। আর ফুটপাথের হোটেল থেকে প্রায় প্রত্যেকের মুঠোফোনে তাঁকে যাঁরা ভাইরাল করেছেন, সেই ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরদের অনেকেই মানছেন, ভাইরাল বিষয়টি চিরস্থায়ী নয়। একইসঙ্গে নিজেদের উদ্দেশেই টেনে দিচ্ছেন অদৃশ্য সীমারেখা। দৌড় কতটা হওয়া উচিত কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creator) ? ভাইরাল যাঁকে করা হচ্ছে, তাঁকে নিয়ে ঠিক কতটা যাওয়া উচিত। ততটা, যাতে সংশ্লিষ্ট ব্যক্তির ভাইরাল-হাইপে পরবর্তী জীবনটা দুর্বিষহ হয়ে না ওঠে। এই যেমন নন্দিনীর কাছে সুদূর বাংলাদেশ (Banglasdesh)থেকে চলে আসা জনপ্রিয় দুই কনটেন্ট ক্রিয়েটর মানছেন, 'কেউ কেউ আসেন ঝামেলা পাকাতে'। বলছেন, দায়িত্ব আছে কনটেন্ট যাঁরা বানান তাঁদেরও। যাঁরা আপনার কনটেন্ট, ভাইরাল কনটেন্ট প্রতি মুহূ্র্তে দেখছেন, 'তাঁরা যেন মিসগাইডেড না হন'। তাই...