Matua Thakurbari: ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল, বড়মা বীণাপাণি দেবীর ঘর জবরদখলের অভিযোগ

Continues below advertisement

লোকসভা ভোটের আবহে ফের প্রকাশ্যে চলে এল ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল। কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢোকার অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙছেন শান্তনু ঠাকুর, প্রকাশ্যে আসে এমন একটি ভিডিও। চরমে পৌঁছেছে বিজেপির গুন্ডাগিরি, মমতাবালা ঠাকুরের বাসস্থানে হামলার পরিকল্পনা বনগাঁর বিজেপি প্রার্থীর, এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফেও। পাল্টা মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘর জবরদখলের অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। নাতি হিসাবে তাঁরও বড়মার ঘরে ঢোকার অধিকার রয়েছে, বলে পাল্টা দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram