National Medical Commission: ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোয় ধন্বন্তরির ছবি ঘিরে তৈরি বিতর্ক। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) লোগোয় (Logo) ধন্বন্তরির ছবি ঘিরে তৈরি বিতর্ক। হিন্দু দেবতার ছবি কেন ব্যবহার করা হয়েছে চিকিৎসা নিয়ামক সংস্থার লোগোতে?  ডাক্তারি পড়ুয়াদের চরক শপথ পাঠ করানো নিয়ে তোলপাড়ের পর, ফের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ঘিরে তৈরি নতুন বিতর্ক। অ্যালোপাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ-সহ দেশের সব ধরনের চিকিৎসাক্ষেত্রের সম্মিলিত নিয়ামক সংস্থা, ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এবার সেই জাতীয় চিকিৎসা নিয়ামক সংস্থা-র লোগোতেই জুড়ে দেওয়া হয়েছে আয়ুর্বেদ স্বাস্থ্যের জনক ধন্বন্তরির ছবি। গৈরিকীকরণের অভিযোগ তুলে লোগো বদলের দাবিতে সরব হয়েছে চিকিৎসকদের একাংশ। যদিও, চিকিৎসকদের আরেক পক্ষের মতে, লোগো নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram