Cooch Behar:'একটা গোখরো সাপকে বিশ্বাস করা যায়,যার জন্য সুপারিশ করেছিলাম তাঁকে নয়', জেলা সভাপতিকে পার্থপ্রতিমের নাম না করে আক্রমণ রবীন্দ্রনাথের
Continues below advertisement
কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল জেলা সভাপতির বাকযুদ্ধ চরমে। ‘১৬ সালের একটা উপনির্বাচন, লোকসভা...আমি একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন একজনকে আমরা বা আমি সেদিন দলের প্রার্থী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করেছিলাম। একটা ভুলের মাসুল, সারা জেলার মানুষকে আজ ভুগতে হচ্ছে। একটা গোখরো সাপকে বিশ্বাস করা যায়। তাকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়া যায়। কিন্তু যার জন্য সুপারিশ করেছিলাম। তাকে আজ আর বিশ্বাস করা যায় না। কোচবিহার জেলার তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ রবীন্দ্রনাথ ঘোষের
Continues below advertisement
Tags :
ABP Ananda Cooch Behar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Cooch Behar News Tmc News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rabindrnath Ghosh Rabindranath Ghosh Tmc Cooch Behar Tmc Core Committee