Cooch Behar: কোচবিহারে মানুষকে সচেতন করতে অভিযানে মহকুমা শাসক, সঙ্গে কোতয়ালি থানার আইসি | Bangla News
করোনার (Coronavirus) তৃতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ-গ্রাফ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গেও (North Bengal) করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে দুই জেলায় তৎপর প্রশাসন।
উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জ (Raiganj) শহরে ভয় ধরাচ্ছে করোনা (Corona)। সাধারণ মানুষ ছাড়াও করোনা আক্রান্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপ্যাল-সহ ১০ জন চিকিৎসক ও ৪ জন ল্যাব টেকনিশিয়ান। সংক্রমণে রাশ টানতে রায়গঞ্জ শহরে তৈরি হয়েছে ৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন। এরপরেও ফেরেনি হুঁশ। বৃহস্পতিবার সমস্ত কাউন্সিলরদের নিয়ে পথে নামেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাস্তার দু’ ধারে পথচলতি মানুষ, ব্যবসায়ীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার বিলি করা হয়। টোটো থামিয়েও যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। পাশাপাশি, চলে মাইকে প্রচার।
কোচবিহারেও (Cooch Behar) প্রশাসনিক তৎপরতার ছবি। বৃহস্পতিবার শহরজুড়ে অভিযান চালান মহকুমা শাসক রাকিবুর রহমান। সঙ্গে ছিলেন কোতয়ালি থানার আইসি অমিতাভ দাস। কোচবিহার শহরে তৈরি হয়েছে ৮টি কনটেনমেন্ট জোন। সংক্রমণ রুখতে গোটা শহরেই লাগাতার সচেতনতা অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।