Cooch Behar News: কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ABP Ananda Live
কোচবিহারে (Cooch Behar) বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। কোচবিহারের মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি।আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসেই আশ্রয় নির্যাতিতা বিজেপি (BJP) নেত্রীর। নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান রেকর্ড পুলিশের। নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি।-
নিমতাতে শ্যুটআউট:
ফের রাত-বিরেতে শ্যুটআউট (Nimta Shootout)। এবার নিমতায়। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। অভিযোগ, গতকাল রাতে উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশী ফারুক আহমেদের সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হন বছর পঞ্চাশের হাফিজুল শেখ। তাঁর পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ।