Rabindranath Ghosh : আমাদের জীবদ্দশায় যেন দেখতে না হয় দলটা ধ্বংস হয়ে গেছে, বললেন রবীন্দ্রনাথ ঘোষ

' আগে নিজের গাছ বাঁচান, তারপর ফল খান। গ্রামের রাইটার্স বিল্ডিং একবার হাতছাড়া হলে আর ফেরত পাবেন না। '  পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত ( Didir Doot ) কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন তৃণমূলের ( TMC ) রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ( Rabindra Nath Ghosh ) । তিনি বললেন, ' আমি চাই, আপনারা আমাকে একটু সম্মান দেবেন। আমি আপনাদের ভালবাসি। আপনাদের পিঠের চামড়া যাতে না যায়, যে দলটা আপনাদের নিয়ে একসাথে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমরা সবাই মিলে, সেই দলটা যেন বেঁচে থাকে। আমাদের জীবদ্দশায় যেন দেখতে না হয় দলটা ধ্বংস হয়ে গেছে। '

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola