Cooch Behar: শুভেন্দুর কোচবিহার সফর নিয়ে কটাক্ষ কোচবিহারের নতুন সাংসদের। ABP Ananda Live
কোচবিহারে (Cooch Behar) গিয়ে ঘরছাড়া দলীয় কর্মী, সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার জেলা সফর নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন কোচবিহারের নতুন তৃণমূল সাংসদ। দাবি করলেন, ১৯-এর লোকসভা ভোটে নিশীথ প্রামাণিকের জয়ের পর বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁকে ঘরছাড়া হতে হয়েছিল। তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, 'বিজেপির মুখে তৃণমূলের সন্ত্রাসের কথা মানায় না। গোটা কোচবিহারের মানুষ তারা শান্তিতে আছে।' কোচবিহারে ভোট-হিংসার অভিযোগ নাকচ করলেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। নিশীথ প্রামাণিকের হারের পর থেকেই কোচবিহারে বিজেপি পরিচালিত একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করছে তৃণমূল।বিভিন্ন জায়গায় ভোট-হিংসার অভিযোগও উঠছে। শনিবার কোচবিহারে গিয়ে ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।