Fake Voters: প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জে

Continues below advertisement

ABP Ananda LIVE : প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জে। তুফানগঞ্জ বিধানসভার ৯৫ নং ওয়ার্ড বুথের ভোটার হাবেল শেখ। ভোটার কার্ডে বাবার নাম রয়েছে আব্দুল করিম শেখ। এরা ২জনেই তুফানগঞ্জ ২ নং ব্লকের ফেরশাবাড়ির বাসিন্দা। অভিযোগ প্রতিবেশীকেই বাবা দেখিয়ে ভোটার কার্ডেই নাম তুলে ফেলেছিলেন হাবিল শেখ।

ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার, প্রশ্ন তুললেন CEO-র দফতরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়ার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে। চিঠিতে তিনি লিখেছেন, আমার নজরে আসা দুটি বিরক্তিকর অথচ জরুরি বিষয় সম্পর্কে, আমি আপনাকে লিখতে বাধ্য হচ্ছি।চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়তা কেন্দ্র বা BSK কর্মীদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।অথচ CEO অফিস এক বছরের জন্য, ১ হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়্য়ার ডেভেলপার নিয়োগের অনুরোধ করেছে। এটা খুব উদ্বেগের বিষয়।এরপরই, চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যখন জেলা অফিসগুলিতে ইতিমধ্যেই এই ধরনের কাজ করার জন্য় যথেষ্ট সংখ্যক দক্ষ পেশাদার রয়েছে, তখন পুরো ১ বছরের জন্য বহিরাগত সংস্থার মাধ্যমে একই কাজ আউটসোর্স করার জন্য সিইওর উদ্যোগের কী প্রয়োজন? এটা কি কোনও রাজনৈতিক দলের নির্দেশে কায়েমি স্বার্থ পূরণের জন্য করা হচ্ছে?

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola