Udayan Guha: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মুখে 'সালিশি' হুঁশিয়ারি

ABP Ananda LIVE: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মুখে 'সালিশি' হুঁশিয়ারি। 'সালিশি সভার নাম করে টাকা তোলা যাবে না'। দিনহাটার সভা থেকে দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়ন গুহর। সালিশি সভা হয় উদয়নের নির্দেশেই, পাল্টা বিজেপি।

 

ফের প্রকৃতির রোষ আছড়ে পড়ল হিমাচলপ্রদেশে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এল সেখানে। হড়পা বানে কমপক্ষে ২০ জন ভেসে গিয়েছেন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা ভয় ধরায় মনে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। (Himachal Pradesh Floods)

বুধবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে হিমাচলপ্রদেশে। বিশেষ করে কুলুতে হড়পা বানের প্রকোপ দেখা দেয়। পাহাড়ি এলাকায় জলের তোড়ে ভেঙে পড়ে বেসরকারি তাপবিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী ছাউনি। রাস্তা ধসে গেলে তাদের একটি গাড়িও মাটিতে ঢুকে যায় অর্ধেক। বেশ কিছু জায়গায় নদীর জল সেতু ছুঁয়ে ফেলেছে। (Cloudbursts in Himachal)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola