Corona: নষ্টের মুখে করোনা চিকিৎসার ওষুধ, স্বাস্থ্য দফতরকে চিঠি লিখে জানাল বেলেঘাটা ID কর্তৃপক্ষ | Bangla News

Continues below advertisement

এবার করোনা (Corona) চিকিৎসার জন্য দেওয়া হাইড্রোক্সিক্লোরোকুইন ও ফ্যাভিপিরাভির ওষুধ নষ্ট হওয়ার মুখে। এই মর্মে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতরকে (State Health Department) একটি চিঠি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ওই দুটি ওষুধ তাদের স্টোরে আছে। হাইড্রোক্সিক্লোরোকুইন ৪০০ মিলিগ্রামের ৪৬ হাজার ৫০০টি ট্যাবলেট মজুত রয়েছে। যার মেয়াদর মার্চের ৩১ তারিখ উত্তীর্ণ হবে। অন্যদিকে, ৪ হাজার ৭২০টি ফ্যাভিপিরাভির ট্যাবলেট রয়েছে। যার মেয়াদ উত্তীর্ণ হবে ফেব্রুয়ারিতে। বেলেঘাটা আইডি হাসপাতালের দেওয়া চিঠিতে আরও লেখা হয়েছে, ওই দুই ওষুধ তারা না চাইলেও দেওয়া হয়েছে। তাই হাইড্রোক্সিক্লোরোকুইন ও ফ্যাভিপিরাভির যাতে অন্যত্র দেওয়া হয় তারজন্য আবেদন করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram