Corona Restrictions: বিনা মাস্কে ঘোরাফেরা! বারুইপুরের কাছারি বাজার মোড়ে পুলিশি অভিযানে ধৃত ৯ | Bangla News

Continues below advertisement

করোনা (Corona) সংক্রমণ মোকাবিলায় তৎপর পুলিশ। বারুইপুরের (Baruipur) কাছারি বাজার মোড়ে চলল ধরপাকড়। বিনা মাস্কে ঘোরাফেরা করায়, ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কাছারি বাজারের ভিতরেও অসচেতনতার ছবি। ক্রেতা-বিক্রেতাদের অনেকেরই মুখে নেই মাস্ক। প্রশ্ন করলে বিধিভঙ্গকারীরা দিচ্ছেন অজুহাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বারুইপুর পুর এলাকায় সমস্ত দোকান, বাজার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এরপরও বারুইপুর কাছারি বাজারে কোভিড বিধিভঙ্গের ছবি ভয় ধরাচ্ছে। পাশাপাশি, সংক্রমণ-গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় আজ থেকে ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকে রোটেশনের ভিত্তিতে বিভিন্ন বাজার বন্ধ থাকবে। প্রশাসনিক নির্দেশে এদিন বন্ধ ছিল পোলেরহাট-সহ ভাঙড়ের একাধিক বাজার। ক্যানিং ১ নম্বর ব্লকেও বাড়ছে করোনা সংক্রমণ। আজ থেকে পরপর তিনদিন ক্যানিংয়ের তালদি ও সাতমুখী বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram