Corona Update: চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ, শিখরে পৌঁছবে অগাস্টে, দাবি কানপুর আইআইটির।Bangla News
Continues below advertisement
দেশে ফের বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। চিকিৎসকদের একাংশের দাবি, ভারতে ইতিমধ্যে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩৯। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। দিল্লিতে নতুন করে সংক্রমিত হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক জনের। IIT মাদ্রাজে নতুন করে আক্রান্ত ৫৫। বাংলায়ও, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে কি দেশে কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ? উদ্বেগ বাড়িয়ে IIT কানপুরের গবেষণা বলা হয়েছে, জুনেই তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে। তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত।
Continues below advertisement
Tags :
Coronavirus Covid-19 ABP Ananda COVID19 ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ IIT Kanpur করোনা Night Curfew COVID Guidelines COVID-19 Coronavirus Cases In Bengal Covid Testing WB Covid Restriction Covid Restriction Covid Curbs এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Omicron Omicron Variant WB Covid Guidelines Bengal Corona Tally WB Night Curfew Bengal Omicron Tally WB Covid Curbs করোনা Corona Fourth Wave এবিপি আনন্দ