Corona Vaccination: আজ থেকেই শুরু ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ, কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা | Bangla News
রাজ্যে ফের মারাত্মক আকার নিয়েছে করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন। মৃত ৮। শনিবারের তুলনায় একলাফে সংক্রমিতের সংখ্যা বাড়ল ১৬০০-র বেশি।
করোনা সংক্রমণ এড়াতে আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ। আজ থেকে বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড বা উচ্চ শিক্ষা দফতর।
৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Local Train)। ছাড় দূরপাল্লায়। মেট্রোয় সময়সীসন ১০টা পর্যন্ত। সভাগৃহে ৫০ শতাংশের বেশি উপস্থিতি নয়।
পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। চিহ্নিত কলকাতার ১১টি জায়গা।
রাজ্যে বিধিনিষেধ জারি হলেও আজ থেকেই চালু হচ্ছে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। কোউইন অ্যাপে (CoWIN App) দেশজুড়ে নথিভুক্ত সোয়া ৩ লক্ষের নাম। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।
১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল 'দুয়ারে সরকার' (Duare Sarkar) প্রকল্প। বলছেন করোনা, আসলে টাকা নেই, কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মানুষকে ভুল বোঝাচ্ছেন, পাল্টা সৌগত রায় (Saugata Roy)।