Corona Vaccine: মাত্র ১০ মিনিটের ব্যবধানে মহিলাকে কোভিশিল্ডের ২ ডোজ দেওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে
Continues below advertisement
দেশজুড়ে ভ্যাকসিনের (Vaccine) আকালের অভিযোগ উঠছে। কো-উইন অ্যাপের তথ্য বলছে এখনও পর্যন্ত ভ্য়াকসিনের (Corona Vaccination) জোড়া ডোজ পেয়েছেন মাত্র ৮%। প্রথম ডোজ (First Dose) মিললেও অনেক সময় অভিযোগ উঠছে দ্বিতীয় ডোজ (Second Dose) না মেলার। এই প্রেক্ষাপটে মারাত্মক অভিযোগ উঠল বাঁকুরায় বড়জোড়ায়। শুক্রবার বড়জোড়ার পখন্না স্বাস্থ্যকেন্দ্রে নিজের ন'মাসের শিশুকে নিয়ে করোনার ভ্যাকসিন নিতে গিয়েছিলেন মন্দিরা পাল। তাঁর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মী মাত্র ১০ মিনিটের ব্যবধানে তাঁকে কোভিশিল্ডের দু'টি ডোজ দিয়েছেন। অথচ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে কোভিশিল্ডের (Covishield) প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার মধ্য়ে ব্যবধান ৮৪ দিন। অসুস্থ বোধ করায় শনিবার ভোরে ওই মহিলাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
Continues below advertisement
Tags :
Covishield ABP Ananda Bankura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bengali News Barjora Corona Vaccination Vaccination Controversy 18 July News Double Dose Of Covishield