Cossipore TMC News: প্রোমোটারের অফিসে ঢুকে এলোপাথাড়ি মার, ঘাড় ধাক্কা! তৃণমূল কর্মী রানার বিরুদ্ধে পর পর অভিযোগ

Continues below advertisement

প্রোমোটারের অফিসে ঢুকে এলোপাথাড়ি মার, ঘাড় ধাক্কা, কাশীপুরকাণ্ডের এই ভিডিও দেখে কার্যত শিউরে উঠতে হয়। কিন্তু এই ঘটনা নাকি প্রথম নয়। এর আগেও এক প্রোমোটারকে মারধর করেছে তৃণমূল কর্মী রানা! হুমকি দিয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে! এমনই চাঞ্চল্য়কর দাবি করলেন দেবব্রত পাল নামে বরানগরের বাসিন্দা এক প্রোমোটার। 

এখানেই শেষ নয়, আরও মারাত্মক দাবি করেছেন প্রোমোটার। অভিযোগ, রানার বিরুদ্ধে তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে গেলে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। তিনি গোটা বিষয়টা নেতা-মন্ত্রীদের সঙ্গে কথা বলতে গেছিলেন। রামকৃষ্ণ পাল, স্বপন চক্রবর্তীর নাম করছেন। কাউন্সিলররা বলেন, পুলিশের কাছে না যেতে, তাহলে বিষয়টা অন্য় দিকে মোড় নেবে। মানে সালিশি একপ্রকার।  জয়ন্ত সিংহর মতোই, এবার দাপুটে তৃণমূল কর্মী রানার একের পর এক অত্যাচারের অভিযোগ সামনে আসছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram