Covid Updates: শান্তিনিকেতন, তারাপীঠ, কঙ্কালীতলায় যেতে গেলে এবার বাধ্যতামূলক কোভিড টেস্ট
শান্তিনিকেতন (Santiniketan), তারাপীঠ (Tarapith) অথবা কঙ্কালীতলায় (Kankaitala) যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা (Covid Test)। বীরভূমের তিনটি জায়গায় তৈরি হচ্ছে ৬টি কিয়স্ক পয়েন্ট। এরমধ্যে রামপুরহাট (Rampurhat) মহকুমায় তিনটি চেক পয়েন্টে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠাবে প্রশাসন। তারাপীঠের মতো কঙ্কালীতলা ও শান্তিনিকেতনেও থাকছে করোনা কিয়স্ক। কোভিড টেস্টের পাশাপাশি সংগ্রহ করা হবে ভ্যাকসিনেশন (Vaccination) সংক্রান্ত তথ্যও।
এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা। সেন্ট্রাল অ্যাভিনিউতেই আটকে দিল পুলিশ। পুরসভার বহু আগেই বিজেপিকে (BJP) আটকে দিল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা কর্মী। মহামারী আইনে সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল সহ গ্রেফতার ৫৮। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর জামিন। বিজেপির অভিযানে এলেনই না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কাজের জন্য বাইরে, দাবি দিলীপের (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রাজ্যজুড়ে আন্দোলনের হুমকি। "হেরেও গাজোয়ারি", কটাক্ষ তৃণমূলের।