Covid Update: করোনা রোগিণীর মৃত্যুর পরেও মৃতদেহ পেল ‘না’ পরিবার!

Continues below advertisement

করোনা রোগিণীর মৃত্যুর পরেও মৃতদেহ পেল ‘না’ পরিবার! করোনা রোগিণীর মৃতদেহ না পাওয়ার অভিযোগ পরিবারের। ২৫ এপ্রিল জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি হন সুমিত্রা দাস। ‘গতকাল হাসপাতাল থেকে ফোন করে মৃত্যুর কথা জানানো হয়। জানানো হয় শেষকৃত্য হবে শিলিগুড়ির কাছে শ্মশানে’, পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। শ্মশানে গিয়ে করোনা রোগিণীর মৃতদেহের খোঁজ না মেলার অভিযোগ তুলেছে পরিবার। ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে ২৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ। স্বাস্থ্যকর্মীর পোশাক পরা একজন টাকা নেয় বলে অভিযোগ পরিবারের। ‘কী হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে। করোনা রোগীর মৃতদেহ নিয়ে যাওয়ার কথা মালবাজার পুরসভার’, করোনা রোগিণীর মৃতদেহ উধাওয়ের অভিযোগে মন্তব্য সিএমওএইচের। টাকা নেওয়ার অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram