WB Election 2021: ইলেকশন কমিশনের এই নোংরামি আগে দেখিনি, বললেন 'নজরবন্দি' অনুব্রত

রাত পোহালের বীরভূমের ১১টি আসনে ভোটগ্রহণ। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, "নির্বাচন কমিশনের পুলিশ নোংরামি করছে। আমি চাই বীরভূমে যেমন শান্তিপূর্ণ ভোট হয়, এবারও তাই হোক। কোন ঝামেলা যেন না হয়।" তিনি অভিযোগ করেন, 'সব থানা থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের ডেকে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে দুষ্কৃতীদের ধরছে না পুলিশ।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola