Anubrata Mondal: প্রায় ২বছর পর বাড়ি ফিরলেন বীরভূমের TMC-র একদা 'দোর্দণ্ডপ্রতাপ' নেতা অনুব্রত মণ্ডল
ABP Ananda LIVE: প্রায় দু'বছর পর বাড়ি ফিরলেন বীরভূমের তৃণমূলের একদা 'দোর্দণ্ডপ্রতাপ' নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় গত ১৮ মাস ধরে জেলবন্দি ছিলেন অনুব্রত। দিল্লির তিহাড়ে তাঁর পাশাপাশি বন্দি ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডলও। মঙ্গলবার সকালে শেষ পর্যন্ত বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফিরলেন তিনি। আর বাড়ি ফিরেই জানিয়ে দিলেন, দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালবাসেন বলে। (Anubrata Mondal)
বুধবার সাতসকালে দিল্লি থেকে কলকাতার বিমানবন্দরে নামেন অনুব্রত ও সুকন্যা। এর পর বীরভূমের উদ্দেশে রওনা দেন তাঁরা। সকালে বীরভূমের বাড়িতে যখন পৌঁছন তাঁরা, চারিদিকে কার্যত উৎসবের আমেজ। অনুব্রতর নামে জয়ধ্বনি দিতে শোনা যায় অনুগামীদের। ফুলবৃষ্টির মাঝে গাড়ি থেকে নামেন অনুব্রত। ভিড় ঠেলে বাড়িতে ঢুকে যান মেয়েকে নিয়ে। (Mamata Banerjee)
আর সেখানেই সংবাদমাধ্যমের সামনে নিজের অনুভূতি জানিয়ে দেন অনুব্রত। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। শারদীয়ার শুভেচ্ছা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালবাসি। দিদি যেমন আমাকে ভালবাসেন...মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বাংলা, দেশের মানুষ ভালবাসেন। আমার পায়ের অবস্থা খারাপ। শরীর ভাল থাকলে দিদির সঙ্গে দেখা করব।"