Ration Scam: রেশন দুর্নীতির তদন্তে স্ক্যানারে শঙ্কর আঢ্যর পরিবার, তোপ সিপিএম-বিজেপির। ABP Ananda Live
রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে স্ক্যানারে শঙ্কর আঢ্যর পরিবার। এবার ধৃত তৃণমূল (TMC) নেতার পরিবারের সদস্যদের তলব ইডির। শঙ্কর আঢ্যর ভাইকে আজ তলব করা হলেও গরহাজির মলয়। 'নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইয়ের নামে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর আঢ্য, রেশন দুর্নীতির তদন্তে ৯৫টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ মিলেছে। ৬টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর ও তাঁর পরিবারের নামে, বাকি সংস্থা ছিল ভুয়ো নামে', আদালতে জমা দেওয়া তালিকায় দাবি ইডির। বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে অনুমান ইডির। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তদন্ত শুরু ইডির, খবর সূত্রের। এই নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা।
বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha) তোপ, 'বিদেশি মুদ্রা বিনিময়ের ব্য়বসা যখন ফেঁদেছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল, রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে। যার নায়ক শঙ্কর আঢ্য। হয়তো পরিবারের লোকেরা এই সব জানেও না। গোটা পরিবারকে চোর বানিয়ে দিয়েছে। গোটা পরিবারকে ফাঁসিয়ে দিয়েছে। এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।' 'মুখ্যমন্ত্রী বলেছেন সব চোর চোর নয়, মুখ্যমন্ত্রী নিজে পারলে বুঝুল সব সততা সৎ নয়। চোরেদের সাধু বানাচ্ছেন মুখ্যমন্ত্রী', কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)