Sandeshkhali Incident: সিপিএমের প্রাক্তন বিধায়কের জামিনের দিনই সন্দেশখালিতে উড়ল লাল নিশান
সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়কের জামিনের দিনই, সন্দেশখালির ঘাটে দেখা গেল এক অন্য ছবি। ফেরিঘাটে, এলাকার অলি--গলিতে উড়ছে লাল নিশান। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক যুগেরও বেশি সময় সিপিএমের পতাকা উড়তে দেখা যায়নি সন্দেশখালিতে। এদিকে জামিন পাওয়ার পর বাইরে এসে, সন্দেশখালির প্রসঙ্গ প্রকাশ্যে না আনা নিয়ে, তৃণমূলের অভিযোগ আরও একবার উড়িয়ে দিলেন নিরাপদ সর্দার।
Tags :
CPM News TMC News CALCUTTA HIGH COURT Sandeshkhali Chaos Sandeshkhali Incident Sandeshkhali Update Nirapada Sardar Sk Shahjahan