SSC Case: 'একটা দুর্নীতি ঢাকতে আরেকটা দুর্নীতির পর্দা খুলছে', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যর

ABP Ananda live: 'মামলা হবে এটা অবধারিত ছিল। আমি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছি। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা করা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে। রাজ্য সরকারের নূন্যতম সদিচ্ছা নেই স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে'। বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

 

'শুধু চাকরিহারাদের জন্য কেন ভাতা?' আদালতে মামলা, প্রশ্নের মুখে এবার গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের ভাতাও?

গত ১৪ মে, চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্যের ঘোষণা করে। গত ১৪ মে তিনি রাজ্য মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করার পর জানিয়ে দেন, রাজ্যের তরফে চাকরি হারানো শিক্ষাকর্মীদের কঠিন পরিস্থিতিতে রাজ্যের তরফে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান,  ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার এই ভাতা বা অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। সেই ভাতা-সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে এবার দায়ের হল মামলা। রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪টি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের প্রশ্ন, 'শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা?'আন্দোলনকারীদের অনেকেরই বক্তব্য সব চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের ভাতা ঘোষণা করে মুখ্যমন্ত্রী যোগ্য-অযোগ্য গুলিয়ে দিয়েছেন। যদি তাঁরা ভাতা পান, তাহলে কেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরিপ্রার্থীদের ভাতা পাবেন না? প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের মনে হচ্ছে, যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাঁরাও এর মাধ্যমে বাড়তি সুবিধে পাবেন। এই মামলার শুনানি হবে ৫ জুন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola