CPM State Committee: সিপিআইএম-র রাজ্য কমিটিতে বড় রদবদল, নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম | Bangla News

Continues below advertisement

সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হচ্ছেন মহম্মদ সেলিম (Md. Salim)। রাজ্য কমিটির বৈঠকে চূড়ান্ত হল মহম্মদ সেলিমের নাম। মহম্মদ সেলিম দলের পলিটব্যুরোর সদস্য। সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্যও। নতুন রাজ্য কমিটির বৈঠকে সেলিমের নামেই সিলমোহর। সিপিএমের রাজ্য কমিটি (CPM State Committee) থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত, বিমান, রবীন, জানা যাচ্ছে সূত্র মারফত। সূত্রের খবর, বাদ পড়তে চলেছেন মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়। রাজ্য কমিটিতে আসছেন সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়। রাজ্য কমিটিতে আসছেন সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়, আত্রেয়ী গুহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram