ED Raid at Sujit Basu House: সুজিত বসুর বাড়িতে তল্লাশির পাশাপাশি এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর, সরানো হল জমায়েত

Continues below advertisement

রথীন ঘোষ, ফিরহাদ হাকিমের পর এবার সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আরও এক মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি। সাতসকালে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি-র অভিযান। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল। ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই কোডনেম ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৫ অক্টোবর দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান ও তৃণমূল নেতা নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, সেখান থেকে নিয়োগ সংক্রান্ত ৭ পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্য়াপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। পরে নিতাই দত্তকে সিজিও-তে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। বিভিন্ন পুরসভায় তখন নিয়োগের বরাত পেত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন। ইডি সূত্রে দাবি, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন নিতাই দত্তই বকলমে তাঁর সেক্রেটারি ছিলেন। সেই নিতাই দত্তর সূত্র ধরেও সুজিত বসুর নাম উঠে এসেছে বলে দাবি ইডি সূত্রে। ভোটের আগে এরিয়া ডমিনেশনের ছবি এবার শ্রীভূমিতে। মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশির পাশাপাশি এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর। সরানো হল জমায়েত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram