Ananda Sokal: ৩ দিন পার, পোস্টারের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা,সিসি ক্যামেরার ফুটেজ সূত্রেই চলছে খোঁজ
৩ দিন পার, বিচারপতি মান্থার নামে পোস্টারের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। লেক থানার পর হেয়ার স্ট্রিট থানাতেও মামলা রুজু।সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরেও কেন অধরা দুষ্কৃতীরা?। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সিসি ক্যামেরার ফুটেজের সূত্রেই চলছে অভিযুক্তদের খোঁজ, দাবি পুলিশ সূত্রের।
Tags :
Calcutta High Court Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Ananda Sokal Rajasekhar Mantha Poster Incident