Tollygunge Tram Depot: গানের তালে নাচ, টালিগঞ্জ ট্রাম ডিপোয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষভাবে সক্ষমদের


রবিবারের সকালে টালিগঞ্জ ট্রাম ডিপোতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান (Cultural Program in Tollygunge Tram Depot)। উপলক্ষ বিশেষভাবে সক্ষমদের সম্মান জানানোর আন্তর্জাতিক দিবস। শহরের নানা প্রান্ত থেকে অনেকে এসে জড়ো হয়েছিলেন টালিগঞ্জ ট্রাম ডিপোয়। গানের তালে নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন বিশেষভাবে সক্ষমরাই। উদ্যোক্তা বন্ধুর স্পর্শ যারা প্রায় গত ১২ বছর ধরে বিশেষভাবে সক্ষমদের পড়াশোনা স্বাস্থ্য এবং সাংস্কৃতিক মনস্কতার বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের পর ছিল এক ভিন্নধর্মী ট্রামযাত্রা। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola