Cyber Crime: ফের ভয়ঙ্কর সাইবার হানা! সাইবার হানায় বিপর্যস্ত দেশের গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের পরিষেবা
ABP Ananda Live: সাইবার হানায় বিপর্যস্ত দেশের গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের পরিষেবা। গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা তোলা ও জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। সবথেকে বেশি ব্যাহত হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের UPI পরিষেবা, দুর্ভোগে গ্রাহকরা। দেশের প্রায় ২০০টি গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখার কাজ ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও হ্যাকারের কাজই হচ্ছে, কম্পিউটারে ঢুকে সমস্ত ডেটাবেস হাতিয়ে নিয়ে গোটা সিস্টেমটাকে অকেজো করে দেওয়া বা তথ্য চুরি করে মোটা অঙ্কের টাকা দাবি করা। এক্ষেত্রেও ব্যাঙ্কিং পরিষেবায় র্যানসামওয়্যার-হানায় গ্রাহকের নাম, পরিচয় এবং অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা। তথ্য চুরির প্রভাব ব্যাঙ্কিং পরিষেবার ওপরে কতটা পড়েছে, তা এখন টের পাওয়া না গেলেও, কয়েক মাস পরে বোঝা যাবে বলে সাইবার বিশেষজ্ঞদের মত।