Dana Cyclone Update: ওড়িশায় হাই অ্যালার্ট, বাবুঘাটে দাঁড়িয়ে একের পর এক পুরীগামী বাস।

Continues below advertisement

Dana News: ঘূর্ণিঝড়ের জের, ওড়িশায় হাই অ্যালার্ট। বাবুঘাটে দাঁড়িয়ে একের পর এক পুরীগামী বাস। কিন্তু যাত্রী নেই। উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় ১৩ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় । পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'দানা'। পারাদ্বীপ থেকে 'দানা'র দূরত্ব ১৮০ কিমি, ধামারা থেকে ২১০ কিমি দূরে। উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় ১৩ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বিপর্যয় মোকাবিলায় তৎপর প্রশাসন। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২৪ ঘণ্টার হেল্পলাইন চালু আছে নবান্ন ও জেলায়। আজ রাতে সবাইকে বলা হয়েছে জেলায়, ব্লকে তারা নিজেদের অফিসিয়াল সিস্টেমের মেকানিজিম নজর রাখবে। কেউ কেউ বলছে সকাল ৯টা, সকাল ৬টা, ৭টা হতে পারে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram