Cyclone Dana: ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাতিল কোন কোন দূরপাল্লার ট্রেন ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'। যার জন্য ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ২৩ তারিখ বাতিল করা হয়েছে মোট ১৮টি ট্রেন। ২৪ অক্টোবর বাতিল থাকছে ৩৭ টি ট্রেন। এবং ২৫ অক্টোবার বাতিল করা হয়েছে মোট ১১ টি ট্রেন। এই তিন দিন কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
আরও খবর..
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবার বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূলের একাংশ। মঙ্গলডিহি গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। আবাস-সমীক্ষার কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হল তাঁদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষার নামে আবাস-তালিকা থেকে যোগ্য-প্রাপকদের বদলে নাম ঢোকানো হচ্ছে এলাকার বিত্তবানদের। তৃণমূল পরিচালিত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তুলে অসন্তোষ উগরে দিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। যদিও আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবি। সরকারি গাইডলাইন মেনেই চূড়ান্ত সমীক্ষা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ঘূর্ণিঝড় দানার হানায় যাতে কোনওভাবে ট্রেন চলাচল ব্যাহত না হয় সেজন্য উদ্যোগী রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ওভারহেড তার যাতে ছিঁড়ে না যায়, তারজন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।