Cyclone Remal 2024: রেমাল-হানার আশঙ্কা, বাতিল একাধিক রাজনৈতিক কর্মসূচি। ABP Ananda Live
এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার। আজ রাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে। রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। '১৯-এ ফণী, '২৪-এ রেমাল। দুই লোকসভা ভোটে দুই ঘূর্ণিঝড়ের ঝাপটা। ২৬ এপ্রিল, ২০১৯: তৃতীয় দফা ভোটের পর আছড়ে পড়ে ফণী। ২৬ মে, ২০২৪: ষষ্ঠ দফা ভোটের পর রেমাল-হানার আশঙ্কা। মেটিয়াবুরুজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো বাতিল। সুকান্ত-শুভেন্দুর সভা বাতিলের সিদ্ধান্ত বিজেপির। সন্দেশখালিতে আজ সুকান্ত মজুমদারের রোড শো বাতিল। মথুরাপুরে শুভেন্দু অধিকারীর সভাও বাতিলের সিদ্ধান্ত। ঝড়ের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের। উপকূলবর্তী এলাকায় সন্ধে থেকে ১০০-১২০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে বাংলাদেশের মঙ্গলার কাছে