Cyclone Remal: তৃণমূল ইচ্ছে করে বাঁধ কেটে দিচ্ছে, বিজেপির অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে মিনাখাঁয়
Continues below advertisement
ভোটের আগে মিনাখাঁয় বাঁধে ফাটল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল ইচ্ছে করে বাঁধ কেটে দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। বাঁধ কাটার পরে সেই বাঁধ মেরামত করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঝড়ের দাপটে নুয়ে পড়ছে গাছ। উত্তাল হয়ে উঠেছে মিনাখাঁর বেতনী নদী। প্রবল বেগে পাড়ে আছড়ে পড়ছে জল। চৈতল গ্রাম পঞ্চায়েতের উত্তর আখড়াতলায় বাঁধে দেখা দিয়েছে একাধিক ফাটল। সেখান দিয়ে হু হু করে গ্রামে ঢুকছে বেতনী নদীর জল। এই পরিস্থিতিতে বাঁধ মেরামতিতে এগিয়ে আসতে হয়েছে গ্রামবাসীদেরই। কারণ, একটু দেরি হলেই যে তাঁদের সব শেষে হয়ে যাবে। জলের তলায় চলে যাবে প্রায় দু'হাজার মানুষের সর্বস্ব।
Continues below advertisement