Cyclone Remal Update: ধেয়ে আসছে রেমাল, সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর । ABP Ananda Live
ধেয়ে আসছে রেমাল, সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কাল মাঝরাত থেকেই ঝোড়ো দমকা হাওয়ার পাশাপাশি, শুরু হয়েছে ভারী বৃষ্টি। সুন্দরবনে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। সাগর ও ক্যানিংয়ের ওপর দিয়ে
ঘূর্ণিঝড়ে বয়ে যাওয়ার সম্ভাবনা। সমুদ্র ও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। সুন্দরবনজুড়ে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দুর্যোগের কারণে আজ ও কাল সুন্দরবনে সমস্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘোড়ামারা, মৌসুনি ও জি প্লট, সুন্দরবনের এই ৩টি দ্বীপে ইতিমধ্যেই শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দিয়েছে প্রশাসন। বাঁধ ভাঙার আশঙ্কা থাকায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার বা স্থানীয় স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। জেলা, মহকুমা
ও ব্লকে কন্ট্রোলরুম খুলে নজরদারি চালাচ্ছে প্রশাসন। গোসাবার কুমিরমারিতে পঞ্চায়েতের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি, গঙ্গাসাগর-সহ সমস্ত পর্যটনকেন্দ্রে আজ ও কাল সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। স্থানীয় হোটেল ও লজ দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।